বলিউডের অন্যতম এভারগ্রিন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বলিউডে তার অবাধ বিচরণ। প্রথম ডেবিউ তিনি করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে। এত বছর বয়সে এসেও এখনও অনুরাগীদের ঘুম কাড়ছেন তিনি। এই অভিনেত্রী এবার শোনালেন শুটিংয়ের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা।
অনিল কাপুরের সঙ্গে পুকার ছবির শুটিংয়ের জন্য আলাস্কা গিয়েছিল পুরো টিম। ছবির পরিচালনায় ছিলেন ফারহা খান। কিন্তু সেখানে এতই ঠান্ডা ছিল যে কোনও ভাবেই শুটিং করা সম্ভব হচ্ছিল না।
অভিনেতাদের গায়ে মোটা মোটা জ্যাকেট বুট সবই থাকতো অভিনেত্রীদের দেখা যেত স্লিভ লেজ ব্লাউজ, পাতলা শিফন শাড়িতে। আর এতেই হয়ে দাঁড়িয়েছিল সমস্যা। ঠাণ্ডায় এত টাই কাবু ছিলেন মাধুরী যে প্রথম দিন শুটিংই করতে পারেননি।
অভিনেত্রী জানান, যখন আমি ওখানে যাই কোনওভাবেই নিজেকে ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না ঠাণ্ডায় রীতিমতো জমে যাচ্ছিলাম। এক মেকআপ ম্যান আমার কাছে আসতেই তিনি চিৎকার করে বলেন প্যাকআপ। দ্রুত শুটিং বন্ধ করতে হবে ঠান্ডায় জমে গিয়ে নাকি আমার ঠোঁট নীল হয়ে গিয়েছিল।
তড়িঘড়ি সেখানে উপস্থিত ছিলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হন তিনি। পরের দিন খানিকটা ধাতস্ত হয়ে তারপর শুরু হয় শুটিং।