বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। সামাজিক বিয়ের সাত মাসের মাথাতেই সন্তান এসেছে কাঞ্চন শ্রীময়ীর ঘরে। মেয়ের নামও প্রকাশ্যে এসেছে। কিন্তু মেয়েকে আদর করে এক বিশেষ নামে ডাকেন কাঞ্চন। জানেন সেই নাম কী?
শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী।সন্তানের নাম রাখা হয়েছে কৃষভি। বাংলা ভাষায় এই নাম বেশ আন-কমন। সংস্কৃত থেকে উৎপত্তি এই নামের। ভগবান কৃষ্ণের আরেকটি নাম কৃষভি। কৃষভি শব্দের অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন তাঁরা।
এবার মেয়ের ডাক নাম জানালেন বাবা। সবজির নামে নামকরণ করেছেন মেয়ের। কৃষভিকে দেখতে নাকি একেবারে কাঞ্চনের মতো। গালগুলো আপেলের মতো লাল। তাই মেয়েকে আদর করে টমেটো বলে ডাকেন কাঞ্চন।
কাঞ্চন সংবাদমাধ্যমে বলেন, “ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। শ্রীময়ীকে বলেছিলাম খবরটা চেপে রাখতে। কিন্তু শেষপর্যন্ত তা ফাঁস হয়ে গিয়েছে। মাঝে শ্রীময়ী একটু অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখনও ওরা দুজনেই সুস্থ রয়েছে”।
ইনস্টাগ্রামেও পুনরায় বাবা হওয়ার আনন্দে পোস্ট করেছেন কাঞ্চন। সেখানে তিনি লিখেছেন, ‘এই শুভ মুহূর্তে আমাদের জীবনের সেরা খবরটা আমরা জানাতে পেরে গর্বিত। আমরা এখন তিন জনের পরিবার….আমাদের মেয়ে কৃশভিকে আর্শীবাদ করবেন’। গত ২রা মার্চ ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। আইনি বিয়েটা অবশ্যই গত ফ্রেবুয়ারিতেই সেরে ফেলেছিলেন দুজনে।