শীতের শুরুতেই ঠোঁট ফাটার সমস্যায় জেরবার? মেনে চলুন এই কয়েকটি পরামর্শ, রুক্ষ ঠোঁট হবে মাখনের মত

Published on:

শীতের শুরুতেই ঠোঁট ফাটার সমস্যায় জেরবার? মেনে চলুন এই কয়েকটি পরামর্শ, রুক্ষ ঠোঁট হবে মাখনের মত

এই ঋতুবদলের সময় একটু সচেতন হতে হবে। যত্ন নিতে হবে ত্বকের। ত্বক শুষ্ক হতে শুরু করেছে ইতিমধ্যেই। আর তার সঙ্গেই শুষ্ক হতে শুরু করেছে ঠোঁট। ইতিমধ্যেই ঠোঁট ফাটার সমস্যায় জেরবার সকলেই। তাই আজ এমন কিছু সহজ টিপস রইল যেগুলো মেনে চললেই ঠোঁট আর আদ্রতা হারাবে না।

প্রথমেই রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটের যত্ন নিতে হবে। ভালোভাবে ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে হবে। মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট নরম থাকে। এতে ঠোঁটের আদ্রতা বজায় থাকে। এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার সময়ে ভিটামিন ই বা শিয়া বাটার দেওয়া লিপ বাম লাগাতে পারেন।

   
 ⁠

আমাদের কম বেশি সকলেরই লিপস্টিক পড়ার শখ রয়েছে। কিন্তু বর্তমানে লিপস্টিক লাগালে ঠোঁট আরও শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে ফাটা ঠোঁটে লিপস্টিক পরলে দেখতে মোটেই ভালো লাগেনা। সে কারণেই শীতকালে ময়েশ্চারাইজার দেওয়া লিপস্টিক ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট আদ্র থাকবে আবার দেখতেও ভালো লাগবে।

  
 ⁠

লিপস্টিক পড়ে বাইরে গেলেও বাড়িতে এসে অনেকেই সেই লিপস্টিক না তুলেই শুয়ে পড়েন। এমনটা করলে ঠোট আরো ফাটবে। তাই বাড়ি ফিরে রাসায়নিক দেওয়া লিপস্টিক তুলতে অ্যালোভেরা রিমুভার ব্যবহার করতে পারেন। ভালোভাবে ঠোঁটের লিপস্টিক তুলে ঠোঁটকে ময়েশ্চারাইজ করে তারপরে ঘুমাতে যান।

আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরিয়ে ফেলাটা প্রয়োজন। চিনি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে এক্সফোলিয়েট করতে পারেন। কাঠবাদামের সঙ্গে চিনি গুঁড়ো মিশিয়েও এক্সফোলিয়েট করতে পারেন। এছাড়াও এক টুকরো টমেটোর মধ্যে চিনি নিয়ে ভালো করে ঠোঁটে স্ক্রাবিং করলে মৃত চামড়া উঠে যায়।