প্রসেনজিতের ছেড়ে দেওয়া সুযোগেই ক্যারিয়ারের শীর্ষে সালমান! বলিউডে কেন সিনেমা করলেন না বুম্বা দা?

Published on:

প্রসেনজিতের ছেড়ে দেওয়া সুযোগেই ক্যারিয়ারের শীর্ষে সালমান! বলিউডে কেন সিনেমা করলেন না বুম্বা দা?

কয়েক দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রচলিত কথা অনুযায়ী তিনি ইন্ডাস্ট্রি। তবে শুধু টলিউড নয় ৩০ বছর আগেই বলিউডেও কাজ করার সুযোগ পেয়েছিলেন বুম্বাদা। কিন্তু হেলায় ফিরিয়ে দিয়েছিলেন সেই সুযোগ। সালমান খান অভিনীত ম্যানে পেয়ার কিয়া ছবিতে প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পরবর্তীতে নেওয়া হয় সালমান খানকে।

স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছিলেন বলিউডের বিখ্যাত সিনেমা ম্যানে পেয়ার কিয়ার সুযোগ। কিন্তু কেন? ৩০ বছর পর সেই নিয়ে মুখ খুললেন তিনি। অভিনেতা জানালেন বলিউডে প্রথম ব্রেক তিনি আজ থেকে প্রায় 30 বছর আগেই পেয়েছিলেন। সেই সিনেমার নাম ছিল ম্যায়নে পেয়ার কিয়া। কিন্তু সেই ছবি করতে তিনি রাজি হননি। এরপরই তাকে সেই কারণ জিজ্ঞেস করা হয়।

   
 ⁠

অভিনেতা এই প্রসঙ্গ অবশ্য এড়িয়ে যান। ঠিক কি কারনে তিনি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তা খলিসা করে বলেন না। বরং তিনি বলেন, “এসব ছাড়ুন, ভুলে যান”। তবে বহুদিন আগে এক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি বাংলা ছবির ক্যারিয়ারকে নষ্ট করতে চান না। তিনি তিনটি হিন্দি ছবি করেছিলেন সেগুলো ফ্লপ হয়েছিল। তাই তিনি রিস্ক নিয়ে ক্যারিয়ার গড়তে মুম্বাই যেতে চাননি। আর ঠিক সেই কারণেই ম্যানে পেয়ার কিয়া এবং সাজন ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

  
 ⁠

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতে শ্রীকান্ত রায় বলে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে। এছাড়াও তার সঙ্গে এই ওয়েব সিরিজে স্ক্রিন শেয়ার করেছেন অদিতি রাও হায়দারি, আয়ুষ্মান খুরানা। ওয়েব সিরিজ টি পরিচালনা করেছেন সৌমিক সেন এবং বিক্রমাদিত্য মোতায়েন।