বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা টানা হয় অভিষেকের। নিজের পেশাদারী জীবনে একেবারেই তিনি সফল নন বলে কটাক্ষও হতে হয় বিভিন্ন মহলে। এই অভিষেক বচ্চনই একবার অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তখন ময়দানে নেমেছিলেন খোদ অমিতাভ বচ্চন।
সম্প্রতি মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত ছবি আই ওয়ান্ট টু টক। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিষেককে। ছেলের ছবির মুক্তির পরেই তিনি সেই ছবি দেখেননি। বরং কিছুদিন পর প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন। আর সেই ছবি দেখেই ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিগ বি।
কিন্তু অতীতে যখন কঠিন মুহূর্ত এসেছিল তখন অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক। তিনি বলেন, “কেরিয়ারে তখন পর পর অনেকগুলো ছবি ব্যর্থ হয়েছে। সমালোচকেরা আমাকে বিদ্ধ করছিলেন। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় ছবিতে কাজ করতে শুরু করি। ভেবেছিলাম অবস্থা বদলাবে। কিন্তু কিছুই হচ্ছিল না”। তখনই তিনি বাবাকে গিয়ে বলেন অভিনয় ছাড়ার কথা।
অমিতাভ বচ্চন তখন জানান, “সময়ের সঙ্গে তুমি উন্নতি করছ। তোমার মধ্যে একজন ভাল অভিনেতা লুকিয়ে রয়েছে। নিজেকে আরও ভাল করে তোলার একটাই রাস্তা, অভিনয় করতে থাকা”। এরপরেই চরিত্রের বিচার না করে অভিনয় করতে থাকেন জুনিয়র বচ্চন। আর তাতেই মেলে সাফল্য।
এদিকে আই ওয়ান্ট টু টক দেখে ছেলের প্রশংসা করে বিগ বি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কিছু সিনেমা আপনি বিনোদনের জন্য দেখেন আর কিছু সিনেমা আপনাকে ভাবতে সাহায্য করে। ’আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি তেমনি একটি সিনেমা। থিয়েটারে বসে, স্ক্রিনের দিকে তাকালে মনে হবে আপনি কোথাও নিজেকেই যেন দেখতে পাচ্ছেন”।