স্বাস্থ্য সচেতনতার প্রতীক তিনি। এমনকি সেই নিয়ে বিজ্ঞাপনও করেন। কিন্তু এই অভিনেতাই যদি আবার পান মশলার বিজ্ঞাপন করেন তাহলে অনুরাগীটা সেই বিষয়টি মানতে পারে না আর তেমনটাই হয়েছে অক্ষয় কুমারের ক্ষেত্রেও। পান মসলার বিজ্ঞাপনের মুখ তিনি। কিন্তু তার এই বিজ্ঞাপন অনুরাগীরা ভালোভাবে নেয়নি। আর এই নিয়ে অনুতপ্ত অভিনেতাও।
অক্ষয় কুমার এ প্রসঙ্গে জানিয়েছেন, এই বিজ্ঞাপন করার পর তিনি রাতে ঘুমোতে পারেননি। নিজের ভুল বুঝে অনুতপ্ত হয়েছেন। এমনকি নিজের ভুল স্বীকারও করেছিলেন তিনি। তখন থেকেই ঠিক করেছিলেন এমন কিছু বিজ্ঞাপন করবেন না যা সমাজের ক্ষতি করে।
তার পান মশলার বিজ্ঞাপন করা নিয়ে যখন অনুরাগীরা ক্ষুব্ধ ঠিক সেই সময় অক্ষয় বলেন, বেশ কিছু যুক্তির জন্য ওই বিজ্ঞাপন আরো বেশ কিছুদিন দেখানো হবে। তারপর তা বন্ধ করে দেওয়া হবে। এবং তিনি এই সব থেকে একেবারে পুরোপুরি সরে এসেছেন। তারপর তিনি আর এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হবেন না। সম্পূর্ণ টাকাও নাকি তিনি কোনও এক সংস্থাকে দান করে দেওয়ার কথাও জানিয়েছিলেন।
এদিকে এই পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অনিল কাপুরও।
পারিশ্রমিক হিসেবে ১০ কোটি টাকা ধার্য করা হয়। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দেন অভিনেতা। তাঁর মতে, তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে সৎ থাকতে চান। এমন কোনও দ্রব্যের প্রচারের সঙ্গে যুক্ত থাকতে চান না, যা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে থাকে।
তাঁর এই সিদ্ধান্ত জেনে অনুরাগীরা মুগ্ধ হন। টাকার অঙ্কটা নেহাতই কম নয়। তবে সেই লোভ থেকে নিজেকে মুক্ত করে, অনিল কাপুর জন হিতের কথাই ভাবলেন। অতীতে এই পানমশলার বিজ্ঞাপন করতে গিয়ে অনেক অভিনেতাকেই কটাক্ষের শিকার হতে হয়েছে।