খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল ইষ্টিকুটুম সিরিয়াল। আদিবাসী মেয়ের চরিত্রে নিজেকে একেবারে পুঙ্খনাপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দার বাহামনি তথা রনিতা। কিন্তু অভিনয়ের মাঝপথেই সিরিয়াল ছেড়ে দেন তিনি। যা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এবার মহিলাদের হেনস্থার শিকার হওয়া নিয়ে মুখ খুললেন তিনি।
রনিতার কথায়, “নিজেকে সঠিক পথে রাখা সবার আগে প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনও প্রলোভন বা কুপ্রস্তাবে সায় দেওয়া বা না দেওয়া পুরোটাই নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির উপর। সায় না দিলে হয়তো কিছু কাজ যাবে। আমার কাছে যেমন আমি নিজের শিল্পসত্ত্বাকে কোনও কিছুর বিনিময়ে বিক্রি করতে পারব না। আমি কাজ করব আর তার বিনিময়ে নিজের পারিশ্রমিক নেব ব্যস। সেখানে অন্য কোনও প্রস্তাব এলে আমি তাতে সায় দেব না”।
অভিনেত্রীর কথায়, “নিজেদেরকে সজাগ থাকতে হবে। এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এখনও পর্যন্ত কোনও পার্টিতে গেলে কারও গাড়িতে বাড়ি ফিরব! সেটার উপর আমি নির্ভরই করি না। কাজের জায়গায় আমার গায়ে কেউ হাত দিলে আমি সঙ্গে সঙ্গে ফ্লোর ছেড়ে চলে যাব। আমি কাজ শেষ করে টাকা নিয়ে ছ’মাস পরে অভিযোগ জানাব না”।
বাহামনি সিরিয়াল রমরমিয়ে চলার মাঝখানে হঠাৎ সিরিয়াল থেকে অব্যাহতি নেন নবাগতা অভিনেত্রী রনিতা। নতুন বাহামণি হিসেবে তাই রাতারাতি গল্পে এসেছিল নতুন মুখ। ইষ্টিকুটুম ধারাবাহিক ছেড়ে দেওয়াতে রনিতাকে নিয়ে অনেক প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকদের মনে।শোনা গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণেই সিরিয়াল ছেড়ে দিয়েছেন তিনি।