বর্তমানে আলিয়া ভাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এত অল্প বয়সে এত সুনাম বোধহয় খুব কম অভিনেত্রী অর্জন করতে পারেন। সাম্প্রতিককালের যে সমস্ত স্টার কিডরা রয়েছেন তাদেরও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন আলিয়া। এবার শাহরুখ কন্যা সুহানার পছন্দের তালিকাতেও আলিয়া ভাট একদম উপরেই জায়গা করে নিয়েছেন। কিন্তু সেটা অবশ্য অভিনয়ের জন্য নয় বরং অন্য কারণে।
মাত্র ১১ বছরের কমর্জীবনেই সাফল্যের চূড়ায় তিনি। এ বার আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ সুহানা খান। সারা আলি খান থেকে জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডেদের অনুপ্রেরণা আলিয়া। এবার এই তালিকায় যোগ হয়েছে সুহানার নামও। আলিয়ার অভিনয়ের পাশাপাশি তাঁর আরও একটি গুনে মুগ্ধ সুহানা।
গতবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে আলিয়া এসেছিলেন তাঁর বিয়ের শাড়ি পরে। যেখানে সবাই এই ধরনের অনুষ্ঠানে লাখ লাখ টাকা খরচ করে পোশাক তৈরি করেন সেখানে আলিয়ার এই পুরনো শাড়ি পরে আসার বিষয়টিতেই মন ছুঁয়ে গেছে সুহানার।
এই প্রসঙ্গে সুহানা বলেন, “আলিয়া সত্যি অনবদ্য। জাতীয় পুরস্কারের মতো মঞ্চে নিজের পুরানো শাড়ি পরে এসে আলিয়া বুঝিয়ে দেন। আলিয়া ভট্ট পোশাক ঘুরিয়ে ফিরতে পরতে পারলে আমরাও পাড়ি।”এত সফল এক জন অভিনেত্রী হয়েও প্রকৃতির কথা ভেবে আলিয়ার এই পদক্ষেপে খুশি সুহানা।