এবার কি আসছে পর্দায় দিল তো পাগল হ্যায়-২? পূজার চরিত্রে এই অভিনেত্রীকে বাছলেন মাধুরী

Published on:

এবার কি আসছে পর্দায় দিল তো পাগল হ্যায়-২? পূজার চরিত্রে এই অভিনেত্রীকে বাছলেন

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘দিল তো পাগল হ্যায়’। এটি নিঃসন্দেহে একটি কালজয়ী ছবি যা বলিউডে প্রেম এবং আবেগকে নতুনভাবে উসকে দিয়েছিল। শাহরুখ খান , মাধুরী দীক্ষিত , এবং কারিশমা কাপুর অভিনীত ছবিটি আজও দর্শকদের মনে জ্বলজ্বলে। যদি এই ছবির সিক্যুয়েল তৈরি হয় তাহলে পূজা অর্থাৎ মাধুরী যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই ভূমিকায় কাকে পছন্দ ধকধক গার্লের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, “কৃতি খুব ভাল কাজ করছে। এই চরিত্রে কৃতি শ্যাননকে ভালো মানাতে পারে”। তেরে বাতোঁ মে আইসা উলঝা জিয়া’-তে রহস্যময় রোবট সিফরা চরিত্রে অভিনয় করা থেকে শুরু করে ‘ক্রু’-তে একজন এয়ার হোস্টেসের চরিত্রে অভিনয় হোক কিংবা ‘দো পাত্তি’-তে একটি ডবল রোলে কৃতি বারবার তার দক্ষতা প্রমাণ করেছে।

   
 ⁠

কৃতি স্যাননের পরবর্তী কাজ এখনও জানা যায়নি। তবে তার ‘হাম দো হামারে দো’ সহ-অভিনেতা রাজকুমার রাও এর সঙ্গে তাঁর পরবর্তী ছবি আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে কিছুই চূড়ান্ত হয়নি।

  
 ⁠

দো পাত্তি কৃতির প্রথম প্রযোজিত ছবি। প্রযোজক হিসাবে প্রথম ছবিতেই কামাল করেছেন তিনি। ‘মিমি’-তে তার অভিনয় অভিনেত্রীকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে । কৃতি অনায়াসে স্টারডমের সাথে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স করেছেন ছবিতে।