আজ রাজ শুভশ্রীর মেয়ে ইয়ালিনির প্রথম জন্মদিন। তাই আজকের দিনটি যে অত্যন্ত বিশেষ চক্রবর্তী পরিবারের কাছে তা বলার অপেক্ষা রাখেনা। সকাল থেকেই বিশেষ আয়োজন বাড়িতে। নিজের হাতে সমস্তটা তদারকি করছেন শুভশ্রী।
ইয়ালিনীর একগুচ্ছ আদুরে ছবি জন্মদিনে পোস্ট করে আদর উজাড় করে দিলেন চক্রবর্তী দম্পতি। সোশাল মিডিয়ায় ছোট্ট ইয়ালিনীর একগুচ্ছ ছবি পোস্ট করে রাজ লিখলেন, শুভ জন্মদিন আমার অমূল্য সম্পদ, আমার মেয়ে। দাদা ইউভানের সঙ্গে যে তার দারুণ বন্ধুত্ব, তা স্পষ্ট হয়েছে ছবিতে।
আজ তাঁদের বাড়িতে বিশেষ আয়োজন করা হয়েছে। ইস্কন থেকে সাধুরা আসছেন। জগন্নাথ দেব, রাধা-কৃষ্ণের মূর্তিকে ফুল ছড়িয়ে স্নান করানো হয়। হয় যজ্ঞ। ফল, মিষ্টি, রকমারি ব্যঞ্জন সাজিয়ে ২১ রকমের ভোগ। সব নিজে দাঁড়িয়ে থেকে আয়োজন করছেন শুভশ্রী।
রাজ বলেন, “ইয়ালিনিকে নিয়ে কোনও চিন্তা নেই আমাদের। বড় হয়ে কী হবে? মায়ের মতো অভিনয়ে আসবে? নাকি আমার মতো পরিচালনায়? এ সব নিয়ে মাথা ঘামাচ্ছি না! আপাতত ও ওর মতো করে বেড়ে উঠুক। ওকে নিয়ে ভাবার মতো বয়সে পৌঁছোক। তার পর তো! সন্তানদের উপরে আমাদের অগাধ আস্থা, পূর্ণ স্বাধীনতা আছে। কোনও ভেদাভেদ রেখে বড় করব না।”