আরাধ্যার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করছি! মেয়ের থেকে দূরে গিয়ে আবেগপ্রবণ অভিষেক

Published on:

নিন্দুকদের মুখে ছাই! সপরিবারে উৎসবে মেতে উঠল বচ্চন পরিবার, ফের কাছাকাছি অভিষেক-ঐশ্বর্য

বেশ কিছুদিন ধরেই বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের মধ্যে বিচ্ছেদের খবর আসছে । বহু অনুষ্ঠানে তাদের আলাদাভাবে দেখা গেছে যার কারণে বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে। আম্বানির ছেলের বিয়েতেও আলাদা আলাদা ভাবে যেতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু তার মেয়ে আরাধ্যাকে তিনি কতটা মিস করেন সেই কথাই এবার ভাগ করে নিলেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেকের অভিনীত আই ওয়ান্ট টু টক। সেখানে বাবা- মেয়ের গল্পই বলা হয়েছে। সেই শুটিং ফ্লোরেই অভিনয় করতে গিয়ে মেয়েকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিষেক। একসঙ্গে গলা মেলাতে শোনা যায় পরিচালক সুজিত সরকারকেও।

   
 ⁠

পরিচালক সুজিত বলেন, ছবির বেশ কিছু দৃশ্যে আমারও প্রচন্ড কষ্ট হয়েছে কারণ আমি মেয়ের বাবা৷ অভিষেকও বলেছেন পর্দার মেয়ের সঙ্গে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে আরাধ্যার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করছেন৷

  
 ⁠

সুজিত সরকার এক সাক্ষাৎকারে জানান, ছবিতে যেহেতু বাবা ও মেয়ের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে, সেই কারণেই ছবিটির সঙ্গে জুড়ে গেছেন অভিষেক৷

তাঁদের দাম্পত্য নিয়ে এযাবৎ যা কিছু শোনা গিয়েছে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়াই জানাননি অভিষেক এবং ঐশ্বর্যা। জল্পনা মেনেও নেননি, আবার পত্রপাঠ খারিজও করে দেননি। কিন্তু কয়েকদিনের তাঁদের কর্মকাণ্ডে বিচ্ছেদের জল্পনাই যেন আরও স্পষ্ট হচ্ছে।