গত বছরেই সৌম্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সন্দীপ্তা। কাজের সঙ্গে জমিয়ে সংসার করছেন অভিনেত্রী। দেখতে দেখতে বাগ্দানের বছরপূর্তি হল তাঁদের। এবার এই নিয়েই এক প্রথম সারির সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিলেন অভিনেত্রী।
সন্দীপ্তা বলেন, “এক বছরে এটাই বুঝেছি, একে অপরকে ছাড়া থাকতে পারব না। ও ভীষণ ভাল। আমাকে কাজের জন্য যেমন উৎসাহ দেয়, তেমনই প্রয়োজনে বুঝিয়েও দেয়। আমাকে ভীষণ যত্ন করে রাখে”।
সম্পর্কে বোঝাপড়াটাই আসল, এমনটাই মত অভিনেত্রীর। তাঁর কথায়, “সৌম্য আর আমি দু’জনেই পরিণত মানুষ। অহেতুক চিৎকার করে ঝগড়া করি না। একে অপরের ভুল বোঝার চেষ্টা করি। কোথায় ত্রুটি হল, তা বোঝার চেষ্টা করি। সব মানুষের মধ্যে ভালমন্দ আছে। এখন হয়তো বুঝতে পারছি না, পরে বুঝতে পারব। কিন্তু আগে থেকেই কোনও কিছু দাগিয়ে দিতে বিশ্বাসী নই। তবে ভালবাসলে সবটাই সম্ভব”।
ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। অভিনেত্রী সন্দীপ্তা সেন। ২০০৭ সালের দুর্গা ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর নিজের অভিনয় দক্ষতার গুনে দর্শকদের মন জয় করেছেন। গত ৭ ডিসেম্বর বিয়ে করেছেন অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু সৌম্যর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তারপরেই কাজে ফিরেছেন সঙ্গে সঙ্গে।