জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মাঝেই ভাইরাল হয় তাঁর বিভিন্ন পোস্ট। এবার অস্কারের দৌড়ে ইমন। বাংলা গানের কাছে এই পর্যায় সম্মান অর্জন এই প্রথম। তাঁর হাত ধরে অস্কার মঞ্চে জায়গা করে নিল বাংলা গান। সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি জানিয়েছেন এই কথা।
অন্যান্য দিনের থেকে মঙ্গলবারের সকালটা ইমন চক্রবর্তীর কাছে একেবারেই আলাদা। কারণ আজ সকালেই তিনি পেয়েছেন সুখবর। অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে মোট ১৪৬টি গান। এর মধ্যেই রয়েছে ইমনের গাওয়া ইতি মা গানটি। এই কথা সোশ্যাল মিডিয়ায় জানাতে শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে।
ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত পুতুল ছবির গান ইতি মা। ছবিটি যেমন কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে ঠিক তেমনি এবার এই বাংলা গান ও অস্কারের দৌঁড়ে পৌঁছে গেল। এদিন সারেগামাপা এর শুটিং চলাকালীন সুখবর আসে তার কাছে। খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি এবং উত্তেজিত গায়িকা।
মায়ের কাছেই তাঁর গানের হাতে খড়ি। মা বেঁচে থাকা কালীন যখন ইমন রেওয়াজ করতেন সব সময় প্রতিবেশীরা টিপ্পনি কাটত। সেই সব কিছুর থেকে তখন আড়াল করত মা। কিন্তু ২০১৪ এর ফেব্রুয়ারিতে বড় বিপর্যয় নেমে আসে তার জীবনে। মাতৃ বিয়োগ ঘটে। অবসাদে ভুগতে থাকেন তিনি।
তবে সেই সময় গানই থেরাপির কাজ করেছিল।