টলিউডের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। তাদের সম্পর্কের চর্চা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই বিচ্ছেদ হয়েছে এই জুটির। এদিকে বিচ্ছেদের পরেই নতুন সম্পর্কে জড়িয়েছেন অর্ণব। গুঞ্জন উঠেছে তেমনটাই।
নিজের প্রোফাইল থেকে ঈপ্সিতার সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন অর্ণব। চলতি বছরেই বিচ্ছেদের পথে হেঁটেছেন এই জুটি। এবার মডেল শাশ্বতী বাসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন অর্ণব। যদিও কিছুক্ষণ পর সেই ছবিও মুছে দেন তিনি।
শাশ্বতীর সামাজিক মাধ্যমে তাঁদের দু’জনের একসঙ্গে কোনও ছবি নেই। হঠাৎ ছবি পোস্ট করে কেন তা মুছে দিলেন অর্ণব তার কারণ অবশ্য জানা যায়নি এখনও। এই মুহূর্তে হয়তো তাঁরা চাইছেন না এই সম্পর্ক এখনই প্রকাশ্যে আসুক। কিন্তু ছবি আপলোডই বা কেন করলেন সেই নিয়েই জল্পনা।
এদিকে, সম্প্রতি দিদি নম্বর ওয়ানেই এসেছিলেন ঈপ্সিতা। সেখানে তিনি বলেন, “আমাদের দুজনের জীবনের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। হয়তো দুজনের জীবনেরটি চাহিদাটাও আলাদা ছিল। প্রথম প্রথম যেটা মনে হয় অপজিটস অ্যাট্রাক্টস, পরে গিয়ে সেটা হয় না। অ্য়াডজাস্টমেন্টটা তো দুজনকেই করতে হবে, সবসময় কেউ বেশি-কেউ কম, তা করলে তো হবে না, তাই না”।
অভিনেত্রী আরও বলেন, “আমি কারও দোষ বা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয়, এই যে ফেজটার মধ্যে দিয়ে আমি গেলাম, আমার এটা নিজের জন্য দরকার ছিল। অনেক কিছু বুঝতে পারি আজকাল। অনেক কিছুর দাম দিতে শিখেছি। আসলে মা চায়নি আমি অত তাড়াতাড়ি বিয়েটা করি”।