এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। এবার আরও এক পোস্ট ভাইরাল হল। যা ঘিরে আবার আলোচনা।
অমিতাভ বচ্চন সব সময়ই সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর যেকোনো পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। এবারও তেমনই এক পোস্ট ভাইরাল হল। সেখানে তিনি লিখেছেন ‘চুপ’। আর সঙ্গে রাগের ইমোজি। এই একটি শব্দই ভাইরাল। হঠাৎ কেন এমন লিখলেন বিগ বি? সেই নিয়ে অবশ্য একটি বাক্যও ব্যয় করেননি তিনি।
এদিকে নেটিজেনদের মতে, বাড়িতে হয়তো ঠিকমতো কথাও বলতে পারেন না অমিতাভ বচ্চন৷ একজন লিখেছেন, ‘টুইটারে পরিবারের মতামত প্রকাশ করা ঠিক নয়।’ কেউ কেউ এটাকে নিছকই মজার ছলে নিয়েছেন।
এদিকে সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবি যথেষ্ট বোঝাতে সক্ষম যে এখনো শ্বশুরের প্রতি শ্রদ্ধা হয়েছে ঐশ্বর্যর। ঐশ্বর্য রায়ের ফোনের ওয়াল পেপারের ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছবি রয়েছে অমিতাভ বচ্চনের। সঙ্গে অবশ্য মেয়ে আরাধ্যর ছবিও রয়েছে। অনুরাগীদের এই ছবি দেখে ধারণা আগের মতই এখনো শ্বশুরের প্রতি শ্রদ্ধা রয়েছে ঐশ্বর্যর।
কিন্তু এত কিছুর পরেও বচ্চন পরিবারের চিড় কিছুতেই জোড়া লাগছে না। দূরত্ব যেন ক্রমেই বাড়ছে। তবে অনুরাগীরা চাইছেন সমস্ত কিছু মিটিয়ে আবার একই ছাদের তলায় থাকুক অভিষেক-ঐশ্বর্য।