ইমনের পর অস্কারের দৌঁড়ে বিক্রম ঘোষও! দশ বছর পর ফের মনোনীত হয়ে কী বলছেন সঙ্গীত শিল্পী?

Published on:

ইমনের পর অস্কারের দৌঁড়ে বিক্রম ঘোষও! দশ বছর পর ফের মনোনীত হয়ে কী বলছেন সঙ্গীত শিল্পী?

শুধু ইমন চক্রবর্তী নন, অস্কারে মনোনয়নের দৌড়ে রয়েছেন আরো এক বাঙালি। তিনি হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী বিক্রম ঘোষ। অস্কারে মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষের ‘ ব্যান্ড অফ মহারাজাস’- ছবির গানও। যদিও এই ছবিটি হিন্দি ছবি। কিন্তু এই ছবি র সমস্ত কলাকুশলীরাই বাঙালি।

অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে মোট ১৪৬টি গান। এর মধ্যে যেমন রয়েছে ইমনের গাওয়া ইতি মা গানটি। তেমনই রয়েছে বিক্রম ঘোষের গানও।

   
 ⁠

বিক্রম ঘোষের ছবিটির পরিচালক গিরিশ মালিক।গানটির নাম ‘ইশক আওয়ালা দাকু’। এই ছবিতে গানের পাশাপাশি অভিনয় করতেও দেখা গিয়েছে বিক্রম ঘোষকে। এই জুটি ১০ বছর আগেও একবার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এবার সেরা গান এবং সেরা অরিজিনাল স্কোর বিভাগে মনোনীত হয়েছেন তারা। খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি এবং উত্তেজিত গায়ক।

  
 ⁠

২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। তবে এটি চূড়ান্ত তালিকা নয়। এখান থেকেও ঝাড়াই বাছাই হবে। সেখানে সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষের ‘ইশক আওয়ালা দাকু’ গানটি জায়গা করে নিতে পারে কিনা সেদিকেই নজর সকলের।