দেখতে দেখতে মৃত্যুর বছর পার! আজও দর্শকদের মনে জনপ্রিয় ফ্রেডরিক

Published on:

দেখতে দেখতে মৃত্যুর বছর পার! আজও দর্শকদের মনে জনপ্রিয় ফ্রেডরিক

দেখতে দেখতে এক বছর হয়ে গেল সিআইডি খ্যাত ফ্রেডরিক্স ওরফে অভিনেতা দীনেশ ফড়নিসের মৃত্যুর। গত বছর এই দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৭ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । তবে শেষ রক্ষা আর হয়নি। লিভার ফেলিওর হয়ে মৃত্যু হয় তার। স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে।

   
 ⁠

মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন দীনেশ ফড়নিস। এরপর হৃদরোগের সমস্যা নিয়ে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থা প্রথম থেকেই ছিল সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এরপর যকৃতের সমস্যায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

  
 ⁠

সূত্রের খবর, তিনি অভিনয় ছেড়ে মারাঠি ছবির চিত্রনাট্য লিখতে শুরু করেছিলেন। তবে তাঁর অনুগামীরা তাঁকে ফের পর্দায় দেখতে চেয়েছিলেন। কিন্তু সকলের আশা বিফলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সিআইডি থেকেই মূলত জনপ্রিয়তা পান এই অভিনেতা। দীর্ঘ ১৫ বছর ধরে সনি চ্যানেলে সিআইডি সিরিয়ালে ইন্সপেক্টর ফ্রেডরিক্সের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও তিনি জনপ্রিয় তারক মেহতা কা উল্টা চশমা-তেও অভিনয় করেছিলেন।