হ্যাপি কাপল বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন হৃত্বিক ও সুজান। কিন্তু দুজনের মধ্যে হঠাৎ মনোমালিন্যের কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে এই জুটির। কিন্তু শোনা যায় এক অভিনেত্রীকে চুমু খাওয়ার জন্য নাকি হৃত্বিককে শর্ত দিয়েছিলেন সুজান। আর সেই শর্ত শুনলে রীতিমত চমকে উঠতে হয়।
ধুম ২ ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে ঐশ্বর্য রায়ের চুমুর দৃশ্য ঝড় তুলেছিল। এরপর অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতেও বিশ্ব সুন্দরীর ঘনিষ্ট দৃশ্য নজর কেড়েছিল। কিন্তু ধুম ২ এর এই চুমুর দৃশ্যের আগেই সুজান শর্ত দিয়েছিলেন হৃত্বিককে।
অভিনেতা জানান, “আমি এই প্রসঙ্গে শুধু বলতে পারি, আমার স্ত্রী আমায় শর্ত দিয়েছিলেন, এটা যেন বিশ্বের সেরা চুমু হয়”।এই ছবিতে তাঁদের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। তবে এই চুমুর দৃশ্য নিয়ে বিতর্কও হয়েছিল অনেক।
এদিকে এই সিনেমার সেই ঘনিষ্ট দৃশ্য মানতে পারেননি জয়া বচ্চন। যদিও তিনি বৌমার নাম নিয়ে সরাসরি কিছু বলেননি। কিন্তু তাও তাঁর মন্তব্য ইঙ্গিত করেছিল সেদিকেই।