আমার নিতম্ব বুফে টেবিলের মত! হঠাৎ এমন কেন বললেন মালাইকা আরোরা?

Published on:

দুজনেরই দুজনকে অসহ্য লাগত! ১৮ বছরের সম্পর্ক ভাঙন নিয়ে অকপট মালাইকা

মুভিং ইন উইথ মালাইকা বলে একটি টক শো শুরু করেছিলেন মালাইকা। সেখানে তিনি স্পষ্টই জানিয়েছিলেন কোনরকম রাখঢাক না রেখে বিভিন্ন ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনবেন। তবে শুধু এই শো নয়। এর আগেও একাধিক জায়গায় অকপটেই বিতর্কের জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে।

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হোক কিংবা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানো সবকিছুই অকপটে বলেছিলেন মালাইকা।তিনি তাঁর বহু জানা-অজানা তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন কোনও ফিল্টার ছাড়াই।

   
 ⁠

মালাইকার ফিগার বরাবরই চর্চার বিষয়। এমনকি তাঁর নিতম্ব নিয়েও চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অভিনেত্রী নাকি সেই বিষয়টি জানতেনই না। ভরা সভার মাঝে নিজেই হাসতে হাসতে বলেছিলেন এই বয়সেও তাঁর নিতম্ব চর্চায়।

  
 ⁠

এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমি হাসের মতো হাঁটি। আমার (নিতম্ব) যদি সুঠাম হয়ে থাকে, এবং তা যদি এক বুফে টেবিলের মতো হয়ে থাকে, যেখানে আমি সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি, তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না? আমি হাঁস, বিড়াল, চিতা… সবার মতোই হাঁটতেই পারি। আমি এসবের তোয়াক্কাই করি না”।

ব্যক্তিগত জীবনের একাধিক ওঠা পড়ার কাহিনি বারে বারে তুলে ধরেছেন মালাইকা। একবার নিজের বোন অমৃতা আরোরাকে নিয়েও মুখ খুলে ছিলেন তিনি। বলেছিলেন, জীবনে এমন অনেক কঠিন সময় গিয়েছে যখন তার সব থেকে বেশি প্রয়োজন ছিল তার বোনকে অমৃতাকে। কিন্তু সেই সময় অমৃতা তার পাশে ছিল না।