৯০ দশকের মেলোডি কিং বলে যদি কেউ থাকেন তাহলে তিনি একমাত্র কুমার শানু। তার গান আজও চির নতুন। বাঙালি ছেলে কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু হয়ে ওঠার লড়াইটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কুমার শানু হওয়ার পেছনে রয়েছে এই বাঙালি ছেলের দীর্ঘ স্ট্রাগেলের গল্প। একইসঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও বারবার ঘুরে ফিরে আসে চর্চায়।
তবে শুধু বিতর্ক বা পেশাদারী জীবনের জন্য নয়। বরং নিজের বেশ কিছু কাজের জন্যেও বরাবর প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাঁর মহানুভবতা বরাবর চর্চায়। শতাধিক অনাথ ছেলেমেয়েদের শিক্ষার দায়িত্ব বহুদিন ধরে পালন করে আসছেন। দু’দুটি স্কুল রয়েছে তাঁর। কিন্তু কখনোই পাবলিসিটিতে বিশ্বাসী নন তিনি।
গায়ক এক সাক্ষাৎকারে জানান, “কেউ জানে না, কুমার শানু বিদ্যা নিকেতন নামে আমার দুটো স্কুল রয়েছে। যেখানে অনাথ ছেলেমেয়েরা লেখাপড়া করে”। তবে এই সব নিয়ে তিনি কখনোই প্রচারের আলোয় আসতে চাননা। তাঁর কথায়, “আমি আমার নিজের শান্তির জন্য করেছি”।
গায়ক যোগ করেন, “ওদের সমস্ত খরচ আমি চালাই। আমার গানের টাকা দিয়েই। পাবলিসিটি করার কি দরকার। এটা আমার নিজের প্রশান্তি।” তাঁর বেশ কিছু পরিচিত বন্ধুরা কখনও শিক্ষার সামগ্রী দান করেন সেখানে। এই স্কুলে প্রায় ৩০০ পড়ুয়া রয়েছে।