অন্তঃসত্ত্বা হয়ে পরিচালকের ভর্ৎসনার শিকার ঐশ্বর্য! পাশে দাঁড়িয়ে বৌমাকে রক্ষা করলেন অমিতাভ

Published on:

ছেলের প্রশংসায় পঞ্চমুখ, এড়িয়ে গেলেন বৌমার প্রসঙ্গ! ঐশ্বর্য কি চক্ষুশূল অমিতাভের?

সম্পর্কে তারা শ্বশুর পুত্রবধূ হলেও তাদের এই সম্পর্ক নিয়ে রীতিমতো চর্চা চলে সারাক্ষণ। অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বহুবার কলঙ্কিত হয়েছে বচ্চন পরিবার। কিন্তু বৌমার বিপদে তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করতেও দেখা গিয়েছে বিগ বি কে বহুবার।

তখন সবে বিয়ে হয়েছে অভিষেক ঐশ্বর্যর। পরিচালক মধুর ভান্ডারকরের ছবিতে সই করেছিলেন তিনি। কিন্তু এরমধ্যেই জানা যায় অন্তঃসত্ত্বা ঐশ্বর্য। এই শুনে মেজাজ হারিয়েছিলেন পরিচালক। ঠিক তখনই বৌমার পাশে দাঁড়ান অমিতাভ।

   
 ⁠

পরিচালককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। বলেন, “সকলেই জানেন ঐশ্বর্য রাই বচ্চন বিবাহিত। তিনি যখন ছবি সই করেছেন তখনও সেটা জানা ছিল। আপনি বলতে চাইছেন অভিনেত্রীরা বিয়ে করবেন না, সন্তান নেবেন না? আমার মনে হয় না, এটা কোনও কন্ট্র্যাক্টেরই পার্ট হতে পারে। একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকলে সন্তান নেওয়া যাবে না”।

  
 ⁠

অতীতে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে নিয়ে বিতর্ক ছড়াতে অমিতাভ বচ্চনই পুত্রবধূর পক্ষে সরব হয়েছিলেন। যদিও এই বিষয়টা তিনি একপ্রকার এড়িয়েই যান। এরপর থেকে ঐশ্বর্য অমিতাভকে এভাবে আর ফ্রেমবন্দি হতে দেখা যায়নি। অমিতাভ বচ্চন ও ঐশ্বর্যের মধ্যে থাকা এই ঘনিষ্ঠতাকেও কটাক্ষ করতে পিছপা হননি কেউ। যদিও অমিতাভ বচ্চন ঐশ্বর্যের পাশ থেকে সরে যাননি।নিয়ে জয়া বচ্চনকেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

এক ভিডিও অমিতাভের সঙ্গে সম্পর্কের জল্পনা আরও উষ্কে দিয়েছিল। যদিও সেই বিষয় নিয়ে বর্তমানে সকল জল্পনার অবসান ঘটেছে।জানা গিয়েছিল, অমিতাভ নাকি বাড়িতে ঐশ্বর্যের সঙ্গে কথা বলতেন না। তাঁরা একে অন্যের সঙ্গে খুব একটা সহজ নন। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিয়ো। যা মাঝে মধ্যেই ফিরে আসে নেটদুনিয়ার চর্চার বিষয় হয়ে।