ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর সম্পর্ক নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। প্রথম পক্ষের বউ প্রকাশ কৌরের সঙ্গে দাম্পত্য চলাকালীনই হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। হেমা মালিনীও চাননি কখনোই ধর্মেন্দ্র তার আগের পক্ষে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করুক। কিন্তু শোনা যায় ড্রিমগার্লের সঙ্গে না থেকে নাকি পরিবারে প্রথম স্ত্রীর জায়গা বজায় রেখেছিলেন ধর্মেন্দ্র। এই নিয়ে মুখ খুলেছিলেন হেমা মালিনী।
জানা যায়, বিয়ে করার জন্য দুজনেই ধর্ম পরিবর্তন করেছিলেন। দুজনেই মুসলিম ধর্ম গ্রহণ করেন। আয়েষা আর দিলওয়ার নাম নিয়ে তাঁরা বিয়ে করেন। বিয়ের ৪০ বছর পার হয়ে গেলেও আজও আলোচনায় রয়েছে তাঁদের প্রেমের কাহিনি।
কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে আগাগোড়াই যোগাযোগ রেখে গেছেন ধর্মেন্দ্র। এই নিয়ে অভিমান শোনা গিয়েছিল হেমা মালিনির গলায়। তিনি বলেছিলেন, “কেউ এমনটা চাইবে না, তবে এমনটা হয়। আপনাকে এটা মেনে নিতে হতে। নয়তো কেউ চাইবে না যে এভাবে তাঁর জীবনটা কাটুক। প্রতিটা মেয়ে চেয়ে থাকেন একটা সংসার, স্বামী সন্তান। একটা সাধারণ পরিবার। কিন্তু সব ক্ষেত্রে এমনটা নাও হতে পারে বলে”।
ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে হেমা মালিনী বলেন, বিয়ের আগে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন তিনি তাঁকে, তবে বিয়ের পর কোনও দিন দেখা হয়নি। তিনি কখনও প্রকাশকে হিংসেও করেননি। আবারও কোনও বিরক্তিও ছিল না
হেমা বলেন, “যখন তুমি কাউকে ভালবাস, আর সেও তোমাকে ভালবাসে, তখন এই সব ক্ষুদ্র বিষয় জীবনে কোনও মুল্য রাখে না। আমার আর ধরমজির সম্পর্ক এতটাই শক্ত যে অন্য কিছুর প্রয়োজন কখনওই মনে হয়নি। আমি কোনও কিছুর জন্য তাঁকে কখনও জোর করিনি। তিনি যেভাবে চেয়েছেন, সেভাবেই আমাদের সম্পর্ক রয়েছে”।