এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। এবার অভিষেক ও ঐশ্বর্য এক পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হল। যেখানে তাঁদের দাম্পত্য কলহ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে।
সম্প্রতি এক ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে শোনা যাচ্ছে অভিষেক এবং ঐশ্বর্যকে তাঁদের অশান্তি নিয়ে কথা বলছেন। বিশ্ব সুন্দরী বলেন, তাঁদের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়। এরমধ্যেই মন্তব্য করেছেন অভিষেক।
অভিষেক বলছেন, “সে লড়াইয়ের অর্থ, এটা লড়াইয়ের থেকে অনেকাংশ বেশি অসম্মতি। লড়াই নয়। সেগুলো কোনওটাই গুরুতর নয়। এগুলো তো স্বাস্থ্যকর। নয়তো সম্পর্ক খুব একঘেয়ে হয়ে পড়ে”। কিন্তু এখন সেই সব কিছুই অতীত। দুজনেই আলাদা থাকছেন বিগত বেশ কিছুদিন ধরেই।
কিন্তু এত কিছুর পরেও বচ্চন পরিবারের চিড় কিছুতেই জোড়া লাগছে না। দূরত্ব যেন ক্রমেই বাড়ছে। তবে অনুরাগীরা চাইছেন সমস্ত কিছু মিটিয়ে আবার একই ছাদের তলায় থাকুক অভিষেক-ঐশ্বর্য।