দেহ ফিরল না দেশে! মার্কিন মুলুকেই চির নিদ্রায় শায়িত জাকির হোসেনও

Published on:

দেহ ফিরল না দেশে! মার্কিন মুলুকেই চির নিদ্রায় শায়িত জাকির হোসেন

দীর্ঘ লড়াইয়ের পর থেমেছে সফর। ৭৩ বছরে প্রয়াত হয়েছেন সংগীতশিল্পী, কিংবদন্তি তবলা শিল্পী ওস্তাদ আল্লাহ রাখার পুত্র জাকির হুসেন । মার্কিন মুলুকের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবার তাঁকে এখানেই সমাধিস্থ করা হল। মার্কিন মুলুকেই চিরনিদ্রায় শায়িত করা হল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন মহলে।

দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন কিংবদন্তি তবলা বাদক। হৃদরোগ ও ফুসফুসজনিত সমস্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি বিগত ১৫ দিন। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। খবর পাওয়া মাত্রই তাঁর পরিবার সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে উড়ে যান।

   
 ⁠

সান ফ্রান্সিসকোর ফার্নউড কবরস্থানে বৃহস্পতিবার (মার্কিন সময়ানুসারে) পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই দাফন করা হয় জাকির হুসনকে। শেষকৃত্যেও তাঁর সঙ্গে থাকল সঙ্গীত। জাকির হুসনের শেষযাত্রায় ড্রাম বাজালেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, তথা বাদ্যকার শিবমণি।

  
 ⁠

ভিডিও শেয়ার করে তিনি বলেন, জাকির হুসেন চলে গিয়েছেন, কিন্তু তাঁর আর্শীবাদ বিশ্বের সব বাদ্যকরের সঙ্গে রয়েছে। এবং জাকির হুসেনের উত্তরাধিকারকে তাঁর ধরে রাখতে হবে। কথা বলতে গিয়ে গলা বুজে আসে শিবমণির। ভিডিও দেখে চোখ ভিজেছে ফ্যানেদেরও।

ওস্তাদ জাকির হুসেন চলতি বছরের শুরুর দিকে মুম্বইয়ে ওস্তাদ গুলাম মুস্তাফা খান পুরস্কারও পেয়েছিলেন। তিনি এই বছর ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। সাতটি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন। পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং সংগীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তি শিল্পী।

১২ বছর বয়সে কনসার্টে পারফর্ম করতে শুরু করেন। আল্লা রাখা এবং ববি বেগমের পুত্র জাকির মাত্র ৩ বছর বয়সে তাঁর বাবার কাছ থেকে মৃদং বাজানো শিখেছিলেন। খুব অল্প বয়সেই তবলা বাজানোর প্রতি তাঁর ঝোঁক ছিল দেখবার মত।এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে অপূরণীয় শূন্যতা তৈরি হল সঙ্গীত জগতে।