রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলি জগতের জনপ্রিয় এক জুটি। তাদের প্রেম সর্বজন বিদিত। কবে তারা ছাদনাতলায় যাচ্ছেন সেই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সেই কৌতূহল নিরসন হতেই জল্পনা শুরু হয়েছিল তাঁদের নাকি বিচ্ছেদ হতে চলেছে। বিয়ে নাকি ভাঙছে তাঁদের। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে আশীর্বাদ পর্ব সেরে ফেলেছেন এই জনপ্রিয় জুটি। এবার প্রকাশ্যে এল তাদের প্রি ওয়েডিং এর ছবি এবং একই সঙ্গে বিয়ের তারিখ।
আপাতত নিম ফুলের মধু ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে। পর্দায় যতই পর্ণার সঙ্গে রসায়ন মজবুত করুক রুবেল বাস্তবে যে শ্বেতাকে ছাড়া তিনি অসম্পূর্ণ সেই কথা বারবার বলেছেন তিনি। এবারও একবার সেই কথাই প্রমাণিত হল।
গত রবিবারই গুরুজনদের উপস্থিতিতে সেরেছেন আশীর্বাদ পর্ব। অর্থাৎ আরও একধাপ এগোলেন ছাদনাতলার দিকে।নীল পাঞ্জাবী পড়েছিলেন রুবেল। নীল সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্বেতা। পরিবার ঘনিষ্ঠ কয়েকজন এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতেই হল সব অনুষ্ঠান।
জানা গিয়েছে, ১৯শে জানুয়ারি, রবিবারই গাঁটছড়া বাঁধবেন দুজনে। অর্থাৎ বিয়ের বাকি আর মাত্র ২৮ দিন। প্রি-ওয়েডিং ভিডিয়োর ক্যাপশনে নায়িকা লেখেন, ‘দিন গুনছি চিরকালের মতো একসঙ্গে যাত্রা শুরুর আগে। দু’টো হৃদয় একটা সফর’।
দিন কয়েক আগেই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপলোড করেছিলেন শ্বেতা। একসঙ্গে নিজেদের আদুরে ছবি পোস্ট করেছেন যুগলে। যে ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমরা একসঙ্গে আছি। ভালবাসায় আছি”।