কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্মদিন উপলক্ষে পরিবারের তরফে বর্ষপূর্তি উদযাপন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট-রণবীর কাপুর, নীতু কাপুর-সহ গোটা পরিবার। ওই অনুষ্ঠানের এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে চর্চা তুঙ্গে। প্রশ্ন উঠছে নিতু কাপুর ও আলিয়ার সম্পর্ক নিয়ে।
অভিনেতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে রাজকীয় ভাবে সেজে উঠেছিল গোটা পরিবার। ঠাকুরদা রাজ কাপুরের মত গোঁফ রেখেছেন রণবীর। আলিয়ার সাজগোজ ছিল একেবারে ছিমছাম। সাদা কুর্তায় সেজেছিলেন ঋধিমা কাপুর।শাড়ি পড়ে এসেছিলেন করিশ্মা কাপুর। করিনার গায়ে লাল সরু পারের পালাজো সেট। মোটের উপর সাদা কালো পোষাকে সেজে উঠেছিলেন সকলে।
সেখানে দেখা গেল, দূর থেকে শাশুরি নিতু সিংকে দেখতে পেয়েই এগিয়ে যান আলিয়া। ধরতে যান শাশুড়ির হাত। কিন্তু নিতু বউমা আলিয়াকে কোনও গুরুত্ব না দিয়ে হাত না ধরে এগিয়ে গেলেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে। নেটিজেনদের কৌতুহল তাহলে কি সম্পর্কে চিড় ধরেছে?
যদিও একাংশের মতে এটা হয়ত অবচেতন মনেই করেছেন নিতু। এর পেছনে তেমন কোনোই কারণ নেই। পরে অবশ্যে একসঙ্গে পারিবারিক ছবি তুলেছেন তাঁরা।এমনিতে প্রতিটি ভিডিয়োয় দেখা যায় আলিয়া এবং তাঁর শ্বশুরবাড়ির সম্পর্ক খুব ভাল। পুত্রবধূ হিসাবে আলিয়াকে যথেষ্ট স্নেহ করেন নিতু সিং।