বাবা মা চায়নি অভিনয়ে আসি! তারপরেও কীভাবে সফল অভিনেত্রী হলেন মমতা শঙ্কর?

Published on:

বাবা মা চায়নি অভিনয়ে আসি! তারপরেও কীভাবে সফল অভিনেত্রী হলেন মমতা শঙ্কর?

মৃণাল সেনের মৃগয়া দিয়ে শুরু। তারপর আর ভাবতে হয়নি পরের ছবি নিয়ে। একের পর এক ছবিতে মারকাটারি অভিনয় করে সহজেই মন জয় করেছেন মমতা শঙ্কর। এক অনুষ্ঠানে এসে নিজের প্রথম ছবির সুযোগ কিভাবে এল সেই অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

তিনি বলেন, “ছোটবেলা থেকে অনেক অফার এসেছিল অভিনয়ের জন্য। কিন্তু বাবা মা চাননি অত ছোট বয়সেই অভিনয় জগতে যাই। আমার দাদা মৃণাল দার তিনটি ছবিতে গানের দায়িত্ব সামলেছিলেন। তখনই মৃণাল দা আমায় বলেছিলেন তুমি কখনও অভিনয় করার কথা ভাবলে আগে আমায় জানাবে। এরপর কলেজে উঠে যখন যোগাযোগ করি তখনই উনি জানান একটা ছবিতে এখনই একটি সাঁওতালি মেয়ে প্রয়োজন। ব্যাস হয়ে গেল”।

   
 ⁠

মমতা শঙ্কর আরও জানান, তাঁদের বাড়িতে নাচের সংস্কৃতি ছিল গোড়া থেকেই। তবে কেউ কখনও তাঁকে জোর করেননি যে নৃত্যশিল্পী হতেই হবে। তবে নাচটা ছিল তাঁর ভালোলাগার জায়গা। অভিনয়ের সুযোগ এসেছিল ছোট থেকেই। তবে তাঁর মা বাবা চাননি এত ছোট থেকেই অভিনয়ের জগতে পা দিক মেয়ে। তাই একটু বড় হয়েই শুরু হয় অভিনয়।

  
 ⁠

প্রসঙ্গত, শেষ তাঁকে দেখা গিয়েছে প্রধান ছবিতে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে মমতা শঙ্করকে। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, প্রমুখ। গত বছর মুক্তি পেয়েছে এই ছবি।