অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস। সম্প্রতি এক কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শ্রোতাদের এক আজব কাণ্ডে বিরক্ত হওয়া তো দূর বরং সাদরে মেনে নিলেন তাঁদের আবদার।
অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। আর তাই হয়ত তাঁকে যেমন শ্রদ্ধা করেন সকলে তেমন ভালোওবাসেন। এবার তেমনই এক মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন জিনিস- ফোন কভার, ফটো ফ্রেম, জ্যাকেট অরিজিতের দিকে ছুঁড়ে দিচ্ছেন শ্রোতারা। আর সেই জিনিস গুলোতে অটোগ্রাফ করে আবার ফিরিয়ে দিচ্ছেন গায়ক। অরিজিতের এই আন্তরিকতায় মুগ্ধ শ্রোতারা।
ব্রিটেনের বিভিন্ন জায়গায় শো করছিলেন তিনি। সেখানে দেখা গেছিল, এক মহিলা অনুরাগী প্রিয় গায়ককে ছুঁয়ে দেখার ইচ্ছে প্রকাশ করেন। এদিকে মঞ্চের একেবারে কাছে চলে যেতেই এক মহিলাকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। কিন্তু, তিনিও নাছোড়বান্দা। অরিজিতকে এক বার ছুঁয়ে তিনি দেখবেনই।
এরপরেই ঘটে অনভিপ্রেত ঘটনা। নিরাপত্তাকর্মী ওই মহিলার ঘাড় ধরে ধাক্কা দেন বলে অভিযোগ। মঞ্চ থেকে গোটা বিষয়টি দেখতে পান অরিজিৎ। পরে এই ভিডিও পোস্ট করেন ওই অনুরাগী। সেখানেই অরিজিৎ লেখেন, “এমন ঘাড় ধরাটা একেবারে উচিত নয়। আপনার সঙ্গে যা ঘটল, তার জন্য আমি দুঃখিত, মার্জনা করবেন। আমি ওখানে যেতে পারছি না, চোখে পড়লে হতে দিতাম না”।