দেখতে দেখতে ৩ মাস পূর্ণ করেছে দুয়া। কিন্তু এখনও প্রকাশ্যে আনেননি মেয়ের ছবি। সন্তানের জন্মের পর থেকে বেঙ্গালুরুতে মা-বাবার কাছে ছিলেন দীপিকা। কিছুদিন আগেই ফিরেছেন রণবীরের বাড়ি। কাজের থেকে দূরে রয়েছেন তিনি আপাতত। মেয়েকেই সমস্ত সময়টা দিচ্ছেন। দুয়ার ছবি দেখতে যখন সবাই আগ্রহী ঠিক তখনই মেয়ের মুখ দেখালেন দীপিকা।
কিন্তু মেয়ে দুয়ার মুখ দেখালেন শুধুই পাপারাজ্জিদের কাছে। আর তাঁদের অনুরোধ করলেন মেয়ের ছবি যেন না তোলেন তাঁরা। মুম্বইয়ের জনপ্রিয় পাপারাজ্জিদের নিজের বাড়িতে ডেকে দুয়ার সঙ্গে আলাপ করালেন রণবীর ও দীপিকা।
মুম্বাই বিমানবন্দরে দীপিকা এবং দুয়ার মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লাল পোশাক ও সানগ্লাস পড়েছেন দীপিকা। বেবি ক্যারিয়ারে রয়েছে খুদে। পাশ দিয়ে কেবল দুয়ার ছোট্ট ধপধপে ফর্সা হাত দুটো দেখা যাচ্ছে।
দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। মুম্বইয়ের একটি প্রসিদ্ধ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এরপরেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। মা হওয়ার পর নতুন নতুন অভিজ্ঞতা শেয়ারও করেছেন দীপিকা।