ঘনিষ্ঠ মুহূর্তে আবদ্ধ থাকাকালীনই বাড়িতে ইডির হানা! কীভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন রেখা?

Published on:

ঘনিষ্ঠ মুহূর্তে আবদ্ধ থাকাকালীনই বাড়িতে ইডির হানা! কীভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন রেখা?

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। এই অভিনেত্রীর বাড়িতেই একবার ইনকাম ট্যাক্সের হানা হয়েছিল। আর সেই সময়ে ঘনিষ্ট মুহূর্তে আবদ্ধ ছিলেন অভিনেত্রী।

জানা যায়, শেখর কাপুরের সঙ্গে তখন উৎসব ছবির এক ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করছিলেন রেখা। আর সেই সময় খবর আসে তাঁর বাড়িতে ইনকাম ট্যাক্স হানা দিয়েছে। কিন্তু সেই মুহুর্তেও নিজের কাজে অবিচল ছিলেন তিনি।

   
 ⁠

শেখর কাপুর জানান, তিনি রেখার বিপরীতে এই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, “অন‍্য কোনও অভিনেত্রী হলে তখনই ব‍্যাগ গুছিয়ে বাড়ি চলে যেত। কিন্তু রেখা বললেন, ওঁরা ওঁদের কাজ করুক, আমি আমার কাজ করব”।

  
 ⁠

সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন। তবে তাকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু রহস্য আজও দর্শকদের মনে কৌতূহলের নিদর্শন করতে পারেনি। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বহু অভিনেতার।