এবার আরও খুল্লামখুল্লা ঋতাভরী! প্রেমিককে জনসমক্ষে এনে কী করলেন তিনি?

Published on:

এবার আরও খুল্লামখুল্লা ঋতাভরী! প্রেমিককে জনসমক্ষে এনে কী করলেন তিনি?

বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। বড়দিনে এবার বলিউডি প্রেমিকের সঙ্গে আলাপ করালেন ঋতাভরী।

বলিউড লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। আগেও প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। কিছুদিন আগেই আদুরে পোস্ট করে তিনি লিখেছেন, “এই অশান্ত সময়ে তুমিই আমার শান্তির জায়গা”। প্রেমিককে নিজের ঘর, নিজের মানুষ’ বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী।

   
 ⁠

অভিনেত্রীর কলকাতার বাড়ির ক্রিসমাসে পার্টির আয়োজন করেছিলেন তিনি। সেখানে টলিপাড়ার তারকাদের সঙ্গে একফ্রেমে দেখা গেল সুমিত অরোরাকেও। সকলের মধ্যমণি হয়ে দেখা গেল সুমিত অরোরাকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি আপলোড করেছেন অভিনেত্রী নিজেই।

  
 ⁠

বড়দিনের রাত পার্টিতে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, অনুষা-আদিত্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহম মজুমদার এবং ফ্যাশন ডিজাইনার সায়ন্তন-সহ আরও অনেকে। শুধু বাড়িতে পার্টি নয় বরং বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গেও তিনি এই দিনটি কাটিয়েছেন।