প্রথম সিনেমা মুক্তির ২২ বছর পর মুক্তি পেয়েছে গদর এর সিক্যুয়েল। আর ২২ বছর পরেও ঠিক একই রকম উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল দর্শকদের মধ্যে। এবার এই সাফল্য দেখেই চিন্তা করা হয়েছিল বর্ডার ২ ছবি তৈরি করার। এবার সেই কাজই শুরু হল।
জেপি দত্ত পরিচালনা করেছিলেন বর্ডার ছবির ৷ শুনতে পাওয়া যাচ্ছে বর্ডার ২ প্রযোজনা করতে চলেছেন জেপি দত্তই। সানি দেওল ছাড়াও বর্ডার টু-এ আছেন বরুণ ধবন, দিলজিৎ দোসাঞ্জ এবং অহন শেট্টি। বর্ডারের মতো এবারও যুদ্ধক্ষেত্রে পা রাখার জন্য প্রস্তুত এক ঝাঁক তারকা অভিনেতা।
ভরপুর অ্যাকশনে ঠাসা হতে চলেছে এই ছবি।দেশপ্রেম এবং সাহসীকতার প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। নির্মাতারা দাবি করেছেন, এটিই হতে চলেছে ‘ভারতের সবচেয়ে বড় যুদ্ধের ছবি’।
সানি দেওল,জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, পূজা ভাট, টাব্বু, সর্বাণী মুখোপাধ্যায়, কুলভূষণ খারবান্দা, পুনীত ইশার, রাখি গুলজারদের অভিনীত বর্ডার ১৯৯৭ সালে মুক্তি পায়। ১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধের প্রেক্ষাপটে হয়েছিল ৷ এবার বর্ডার ২ সেই প্রেক্ষাপটেই তৈরি হতে চলেছে। জানা গিয়েছে ২/৩ বছর ধরেই এই ছবি তৈরির আলোচনা হচ্ছিল।