শাহরুখের কিং ছাড়লেন সুজয়! হাত ধরলেন শাহিদের

Published on:

শাহরুখের কিং ছাড়লেন সুজয়! হাত ধরলেন শাহিদের

শাহরুখ খানের হাত ছেড়ে এবার শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরিচালক সুজয় সরকার। জানা গিয়েছে একটি থ্রিলার ছবি বানাতে চলেছেন তিনি। সেখানে নায়কের ভূমিকা দেখা যাবে শাহিদকে। তবে গল্পের প্লট এখনই প্রকাশ্যে আনেননি কেউ।

শাহরুখ খানের কিং ছবি সুজয় সরকারের পরিচালনা করার কথা ছিল কিন্তু সেই প্রজেক্ট থেকে পরিচালক সরে দাঁড়ানোর খবরই মন খারাপ হয় অনুরাগীদের। কিন্তু তারপরেই এই খবর সামনে আসায় বেশ খুশি দর্শকরা।

   
 ⁠

সূত্রের খবর, চিত্রনাট্য পছন্দ হলেও সময়ের অভাবে বিষয়টি অনিশ্চিত ছিল। তবে এখন পরিচালক আমায় অভিনেতা দুজনেরই সময় মিলে যাওয়ায় বিষয়টি নিশ্চিত হয়েছে। সুজয় সরকারের হাত ধরে ফের একবার থ্রিলার ছবি উপহার পাবেন দর্শকরা।

  
 ⁠

এর আগেও থ্রিলার ছবি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পরিচালক। বিদ্যা বালানের কাহিনী থেকে শুরু করে নেটফ্লিক্সের জানে জান। সব ছবিই সুপার হিট। এদিকে, শাহরুখের ক্রাইম ড্রামা কিং থেকে কেন সুজয়কে সরিয়ে দেওয়া হল বা তিনি কেন সরে গেলেন সেই বিষয়টি অস্পষ্ট।