চেনার পালা সাঙ্গ হলে… মজা হারিয়ে যাবে! বউয়ের জন্মদিনে এমন কেন বললেন রাহুল?

Published on:

চেনার পালা সাঙ্গ হলে... মজা হারিয়ে যাবে! বউয়ের জন্মদিনে এমন কেন বললেন রাহুল?

দূরত্ব মিটিয়ে আবারও একবার কাছাকাছি এসেছেন রাহুল প্রিয়াঙ্কা। ৩১ ডিসেম্বর প্রিয়াঙ্কার জন্মদিন। পুনর্মিলনের পর এটা দ্বিতীয় জন্মদিন। তাই এবারের জন্মদিন একটু স্পেশাল। বউয়ের জন্মদিনে উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিলেন রাহুল।

বৌয়ের জন্মদিনে তাই মিষ্টি শুভেচ্ছা এল রাহুলের তরফ থেকে। এক প্রথম সারির সংবাদমাধ্যমকে তিনি জানান, “৪১ বছর ধরে প্রিয়াঙ্কাকে যত না চিনেছি তার থেকেও বেশি সময় কেটেছে ওকে চিনতে। দেখতে দেখতে সেই মেয়ে বড় হয়ে গেল। আমার সন্তানের মা”।

   
 ⁠

তিনি যোগ করেন, “যে দিন চেনার পালা সাঙ্গ হবে সে দিন জীবনের সব মজা ফুরিয়ে যাবে। আমি আজীবন শুধু ভুল করে গিয়েছি। আমার থেকে এত ছোট। কিন্তু ওর বেশির ভাগ সিদ্ধান্ত ঠিক। কিংবা ভুল নিলেও দ্বিতীয় বার পিছন ফিরে দেখে না! উল্টে ভুল সিদ্ধান্ত ওর পাল্লা পড়ে ঠিক হয়ে যায়”।

  
 ⁠

বউকে কুর্নিশও জানিয়েছেন তিনি। বলেছেন, “প্রিয়াঙ্কার মাতৃসত্তা। ওর মতো ভাল মা হাতেগোনা দেখেছি। এ বার প্রশ্ন উঠবে, ভাল বৌ না ভাল মা? রসিকতার লোভ সামলাতে পারছি না। আমার তো একটাই বিয়ে, একটাই বৌ। আর বৌ নেই যে তুল্যমূল্য বিচার করে ভাল না খারাপ তকমা দেব! কিন্তু ভাল মা সব সময়েই”।

চিরদিনই তুমি যে আমার সিনেমা করার পর একেবারে আশ্চর্যজনক ভাবেই বিয়ে করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেই সময় তাদের জুটি ব্যাপক হিট হয়েছিল। তবে বেশ কিছুদিন সংসার করার পরেই ছন্দপতন ঘটে। বিশেষ করে সমস্যা আরো জটিল হয় সন্তান হওয়ার পর। একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন প্রকাশ্যেই। এরপর আদালতে দায়ের করা হয় বিবাহ বিচ্ছেদের মামলা। কিন্তু এবার সেই সমস্যা মিটেছে। আবার এক হয়েছেন রাহুল প্রিয়াঙ্কা।