ভূতের ভবিষ্যৎ’-এর অভিনেতা উদয় শঙ্কর পালের জীবনাবসান। ক্যান্সারের সঙ্গে লড়াই অবশেষে থামল। ৭৬ বছর বয়সে অমৃতলোকে পারি দিলেন অভিনেতা। সোমবার সন্ধ্যায় বাঙ্গুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন উদয় শঙ্কর পাল। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। দিদি ছাড়া পরিবারের আর কেউই ছিল না। তিনিও যথেষ্ট অসুস্থ। এই সময় অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চাওয়া হয়।
বেসরকারি নার্সিংহোমে মারণরোগের চিকিৎসা করানোর খরচ দেওয়ার সামর্থ্য ছিল না তাঁর। আর্টিস্ট ফোরামের সাহায্যে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর।
‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে ‘আত্মারাম’-এর ভূমিকায় অভিনয় করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়াও ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ ছবিতে যথেষ্ট দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। থিয়েটার দিয়েই পথচলা শুরু অভিনেতার। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।