আশির দশকের বলিউডের অন্যতম সেরা অভিনেতা এখন ব্যস্ত নিজের ব্যবসা নিয়ে। খুব একটা দেখা মেলেনা এখন বড় পর্দায়। তবে ভালো অভিনয়ের সুযোগ পেলে এখনো পর্দা কাঁপাতে রাজি তিনি। কথা হচ্ছে গোবিন্দাকে নিয়ে। জানা যায়, দেবদাস ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন তার কাছে। কিন্তু বিশেষ কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দিন।
অভিনেতার স্ত্রী সুনিতা আহুজা এক সাক্ষাৎকারে বলেছেন, গোবিন্দ শৈশব থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন। গোবিন্দ একজন স্বাধীন ব্যক্তি এবং তিনি আজও একই রয়েছেন। তিনি কখনই কোনও দলের অংশ হতে পছন্দ করেন না বরং নিজের বৃত্ত তৈরি করতে বিশ্বাস করেন। তিনি যেখানেই যান ভালবাসার বর্ষণ করেন এবং লোকেরাও তাকে ভালবাসে, এই কারণেই তিনি হিরো নং ওয়ান হয়েছিলেন। মানুষও গোবিন্দকে সেই রূপে গ্রহণ করে।
অভিনেতার স্ত্রী আরও বলেন, দেবদাস ছবিতে জ্যাকি শ্রফ চুনীলালের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই চরিত্রের জন্যই আগে প্রস্তাব গিয়েছিল গোবিন্দর কাছে। কিন্তু সে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। গোবিন্দের সিদ্ধান্তের পিছনের উদ্দেশ্য সঠিক ছিল এবং তিনি অবাক হয়েছিলেন যে কেউ তার মতো একজন তারকাকে এমন ভূমিকার প্রস্তাব দিচ্ছে। কিন্তু গোবিন্দ সেই সময় শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন, যা ছিল প্রশংসনীয়।
সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’ শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী। একসময় নীলমের সঙ্গে গোবিন্দর সম্পর্ক নিয়ে জোর চর্চা ছিল বি টাউনে। সেখানে এসে নীলমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেন তিনি। তবে এই নতুন নয়। এর আগেও এই সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে।