সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। নিজেদের সুবিধার্থে মানুষ এমন সব পন্থা অবলম্বন করে যা অবাক করে দেয়। এবার এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানকে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা মায়ের। এদিকে ঘরের কাজও করতে হবে। তাই কাজ সামলানোর পাশাপশি সন্তানকে সামলাতে অভিনব পন্থা অবলম্বন করলেন এই মা। আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই।
রান্নাঘরে কাজ করার সময় নিজের সন্তানকে যাতে নিরাপদে রাখা যায় ও সন্তানের খেয়াল রাখা যায় তার জন্য মায়ের অভিনব পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওই মা কোমরে একটি স্কার্ফ বেঁধেছেন এবং তার অপর দিকটি দিয়ে শিশুটিকে বেঁধে রেখেছেন, যাতে শিশুটি তার থেকে দূরে সরে যেতে না পারে।
তবে স্কার্ফটি বেশ বড়। শিশুটি যাতে খেলতে পারে সেই ব্যবস্থাও রেখেছেন মা। শুধু তাই নয়, ঠাণ্ডা মেঝে থেকে শিশুকে বাঁচাতে রান্নাঘরে চাদরও বিছিয়ে দিয়েছেন তিনি। মেয়েটিকে দেখা যায় মাদুরের উপর আনন্দে খেলছে এবং হাঁটু গেড়ে হাঁটছে। খুব কিউট দেখতে এই মেয়েটিকে ভিডিয়োতে বারবার তার মা ঠিকমতো বসাতেও দেখা যাচ্ছে। মিষ্টি_দ্বীপ নামে একটি অ্যাকাউন্ট থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে।