এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি গায়ক! অগ্নিকাণ্ডে মানসিক ভাবে বিপর্যস্ত উদিত নারায়ণ

Published on:

এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি গায়ক! অগ্নিকাণ্ডে মানসিক ভাবে বিপর্যস্ত উদিত নারায়ণ

ভয়াবহ আগুন লেগেছিল গায়ক উদিত নারায়ণের বাড়িতে। তিনি যে আবাসনে থাকেন সেখানে ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটে।সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। এরপরেই এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি গায়ক। ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

উদিত নারায়ণ জানান, “রাত ৯টার দিকে আগুন লাগে। আমি ওই উইংয়ে ১১ তলায় থাকি। বি উইংয়ে আগুন লেগেছিল। আমরা সবাই নেমে অন্তত তিন-চার ঘণ্টা বাইরে অপেক্ষা করছিলাম। এটা খুবই বিপজ্জনক ছিল। অনেক কিছুই ঘটতে পারত। সর্বশক্তিমান ঈশ্বর ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা নিরাপদে আছি”।

   
 ⁠

তাঁর সংযোজন, “এই অগ্নিকাণ্ড মানসিক ভাবে প্রভাব ফেলেছে আমাদের। এটা কাটিয়ে উঠতে আমার আরও কিছুটা সময় লাগবে। আপনি যখন এমন একটি ঘটনার কথা শোনেন, তখন আপনার অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু যখন আপনি একই রকম পরিস্থিতিতে পড়েন তখন আপনি বুঝতে পারেন যে এটা আসলে কতটা বেদনাদায়ক”।

  
 ⁠

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। গায়ক উদিত নারায়ণের বিল্ডিং স্কাইপ্যানে আগুন লাগার খবর পায় ফায়ার ব্রিগেড। মুম্বাইয়ের আন্ধেরির শাস্ত্রী নগরে অবস্থিত তাঁর এই আবাসন। আগুনে অ্যাপার্টমেন্টের একটি অংশ সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আগুন নেভাতে বেশ খানিকটা সময় লেগেছে।

আবাসনের ১১ তলায় আগুন লাগে। গায়ক এই ভবনের ৯ তলায় থাকেন। বাড়িতে আগুন লাগার কারণ এখন খতিয়ে দেখা হচ্ছে।

কিছুদিন আগে গায়ক শানের বিল্ডিংয়েও আগুন লেগেছিল, সেই ঘটনার বিস্তারিত কথা মিডিয়াকে জানান গায়ক শান। গায়ক শান-এর পরিবারের সকল সদস্য নিরাপদে থাকলেও আগুনের ঘটনা মনে করে তারা এখন খুব আতঙ্কিত। মুম্বাইয়ে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে অনেক তারকা উদ্বেগ প্রকাশ করেছেন।