প্রেমিককে ফোন করেছিল চিকিৎসক! প্রথম ক্যান্সারের খবর পেয়ে কী করেছিলেন হিনা?

Published on:

প্রেমিককে ফোন করেছিল চিকিৎসক! প্রথম ক্যান্সারের খবর পেয়ে কী করেছিলেন হিনা?

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। কেমো নেওয়ার আগে নিজের চুল দান করেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া হওয়ার ভিডিও দিয়েছিলেন। মন ভালো করতে মালদ্বীপে গিয়েও ছুটি কাটিয়েছেন অভিনেত্রী। এবার তিনি জানান, প্রথম যেদিন এই খবর তিনি পান সেদিন কেমন অভিজ্ঞতা হয়েছিল তাঁর?

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় হিনা। নিজের জীবনের প্রতি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। গত বছর হঠাৎই মারণরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এবার এক অনুষ্ঠানে গিয়ে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

   
 ⁠

হিনা বলেন, “যে দিন ক্যানসারের কথা জানতে পারলাম, আমার প্রেমিক রকি এসেছিল বাড়িতে। চিকিৎসক আমাকে ফোন করেননি। রকিই আমাকে বলেছিল, রিপোর্ট পজ়িটিভ এবং ম্যালিগন্যান্সি রয়েছে”। চিকিৎসক যখন ফোন করেছিল তখন প্রেমিক রকি তাঁর বাড়িতেই ছিল বলে জানায় সে।

  
 ⁠

তবে এই লড়াইয়ের মধ্যেও কাজে ফিরছেন তিনি। অনুরাগীদের সঙ্গে শেয়ার করছেন তিনি এই খবর। হিনা বলেছেন, “যত বড়ই প্রতিকূলতা আসুক, তার মুখোমুখি তিনি তাঁর সবটুকু শক্তি দিয়ে দাঁড়াবেন”।

‘গৃহলক্ষ্মী’ নামে আসন্ন এক ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। হিনা ছাড়াও অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব। এই সিরিজও জীবন যুদ্ধে টিকে থাকার গল্প বলবে।