১৩ জানুয়ারী থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা। এবার এই মেলাতেই যোগ দেবেন একাধিক তারকা। এই মেলায় যেমন জাঁকজমকপূর্ণ হবে তেমনই নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়েছে। আধ্যাত্মিকতাও থাকবে ভরপুর।
জানা গিয়েছে,এই সেলিব্রিটিদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন ,রণবীর কাপুর , আলিয়া ভাট, অনুপ জালোটা,রেণুকা শাহানে, আশুতোষ রানা, রবি কিষাণ, মনোজ তিওয়ারি, অক্ষরা সিং এবং রাখি সাওয়ান্তরা থাকবেন।
এই জনপ্রিয় ব্যক্তিত্বরা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল সঙ্গমে পবিত্র আচার-অনুষ্ঠানে অংশ নেবেন। এই সেলিব্রিটিদের থাকার জন্য তাদের পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে। সঙ্গমে তাদের আগমনের নির্দিষ্ট তারিখ যদিও এখনও প্রকাশ করা হয়নি।
প্রতি ৪বছর অন্তর কুম্ভ মেলা, প্রতি ৬ বছরে অর্ধ কুম্ভ মেলা এবং প্রতি ১২ বছর পর পর মহা কুম্ভ মেলার আয়োজন করা হয়। ২০১৩ সালে শেষ মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। এর পরে ২০১৯ সালে অর্ধ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। এখন, ২০২৫ সালে মহাকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে। ১৯জানুয়ারি সিদ্ধি যোগে মহাকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে। এই দিনে, সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক সাধু ও হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নিতে সমবেত হন।