একসময় দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী! বোল্ড ঝুমা বৌদির আসল নাম জানেন?

Published on:

একসময় দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী! বোল্ড ঝুমা বৌদির আসল নাম জানেন?

বোল্ড ফটোশুট হোক বা অভিনয় সবসময়ই খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী মোনালিসা। এই অভিনেত্রী মূলত ভোজপুরি সিনেমার জন্যই খ্যাতি অর্জন করেছেন। তবে শুধু ভোজপুরি সিনেমা নয় একই সঙ্গে পাল্লা দিয়ে হিন্দি ধারাবাহিক এবং বাংলা ছবিতেও চুটিয়ে কাজ করছেন তিনি।

তবে এই সুন্দরী অভিনেত্রীর জীবনেও রয়েছে এক নিদারুণ লড়াইয়ের কাহিনী। একসময় চরম দারিদ্রতার মধ্যেই দিন কেটেছে তার।

   
 ⁠

মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। এই বঙ্গ তনয়ার একসময় দরিদ্র ছিল নিত্যসঙ্গী। অভিনেত্রীর বাবা ব্যবসা করতেন। কিন্তু ব্যবসা ক্ষতির মুখে পড়লে তাদের আর্থিক অবস্থার একেবারে দুর্গতি হয়। এই অবস্থায় মাত্র ১৫ বছর বয়সেই তার কাঁধে চাপে সংসারের দায়িত্ব।

  
 ⁠

প্রথমদিকে একটি হোটেলে হোস্টেস হিসেবে কাজ করতেন তিনি। বেতন পেতেন দৈনিক ১০০ কোটি টাকা। কিন্তু সেখানেই একদিন ভাগ্য ফেরে অভিনেত্রীর।

হোটেলেই আলাপ হয় এক প্রযোজকের সঙ্গে। সেখান থেকেই তার জীবন বদলে যায়। জানা যায় ওই প্রযোজক তাকে মডেলিং এর পরামর্শ দেন।

সেই প্রযোজকের পরামর্শ মত গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেন অভিনেত্রী। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার প্রথম ছবি ভোজপুরি ভাষায়, ‘কাহা যাইবা রাজা নজরিয়া লড়াইকে’।

এরপরেও একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন নায়িকা। মোনালিসা অংশগ্রহণ করেছিলেন বিগ বস ১০-এ। বিজয়ী না হলেও সহজেই জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে।

আর্থিক অনটনের সঙ্গে লড়াই করা এই অভিনেত্রী আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন নিজের দক্ষতায়। এখন তারা শুনলে ভিড়মি খেতে হয়। আগে যিনি মাসে ৩৬০০ টাকা আয় করতেন, এখন সেই অভিনেত্রী একটি ছবির জন্য নিয়ে থাকেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা।

তথ্য বলছে এই অভিনেত্রীর এখন বছরে মোট আয় ৮ থেকে ১০ কোটি টাকার কাছাকাছি। বর্তমানে মুম্বাইয়ের এক অভিজাত এলাকায় থাকেন তিনি।