দুদিন আগেই জন্মদিন ছিল নুসরাতের। সোশ্যাল মিডিয়ায় একাধিক শুভেচ্ছা বার্তা পেয়েছেন অভিনেত্রী। এবার তার পাল্টা কৃতজ্ঞতা স্বীকার করলেন তিনি। নিজের উপলব্ধির কথা লিখলেন সামাজিক মাধ্যমের পাতায়।
সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় নুসরত জাহান। যশও কম বেশি সবরকম আপডেটই দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। প্রায়ই নানান ধরনের রিলস বানিয়ে পোস্ট করেন অভিনেত্রী। প্রশংসার পাশাপাশি কটাক্ষও জোটে। এবারও নুসরতের জন্মদিনে তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানালেন যশ।
এখন জন্মদিনের ছুটি কাটাতে দুবাইতে রয়েছেন যশ এবং নুসরত। সেখান থেকেই ছবি পোস্ট করে নুসরাত লেখেন, “আজ সকালে ঘুম থেকে উঠলাম। এক রাশ কৃতজ্ঞতায় মন ভরে উঠল। ভাবলাম, বেঁচে আছি এটাই তো বড় প্রাপ্তি। শ্বাস নিচ্ছি, জীবনে ভালোবাসতে পারছি বা ভালোবাসা পাচ্ছি এগুলোই তো আসল পাওনা। যে বা যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্মদিনকে আপনারাই স্পেশাল করে তুলেছেন”।
জন্মদিনে এক ঘনিষ্ঠ ভিডিও শেয়ার করে যশ লিখেছিলেন, “আমাদের আরও হাসি, অ্যাডভেঞ্চার আর ছোটখাটো ঝগড়ার জন্য আমাদের বন্ধন আরও দৃঢ় হোক। পরমেশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন যা তুমি চাও, কারণ তুমি সেটাই ডিজার্ভ করো। এক বলিষ্ঠ নারী ও সুন্দর হোমমেকারের ভারসাম্য বজায় রাখতে পারো তুমি। এজীবনে তোমায় পেয়ে আমি ধন্য। একসঙ্গে অবিস্মরণীয় স্মৃতির আরেকটা বছরের জন্য চিয়ার্স! জন্মদিনটা খুব ভালো কাটুক”।
নিজেদের প্রযোজনা সংস্থাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। সেন্টিমেন্টালের পর ফের শুরু করতে চলেছেন নতুন ছবির শুটিং। দিন কয়েক আগে দেখাও গিয়েছে তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন তারা। ডিসেম্বর থেকেই শুরু হয়েছে তাদের নতুন ছবি ‘আড়ি’ র শুটিং।