যীশু নীলাঞ্জনা কুড়ি বছরের মেয়ে সারা সেনগুপ্ত বয়সের তুলনায় পরিস্থিতির শিকার হয়ে যান একটু বেশি ম্যাচিওর হয়ে গিয়েছে। যেকোনো কঠিন পরিস্থিতি যে মায়ের পাশে দাঁড়িয়েছে শক্ত ঢাল হয়ে। এবার সেই সারার অভিষেক হতে চলেছে বলিউডে।
ছোটবেলায় বেশ কিছু ছবিতে অভিনয় করলেও এখন তাকে আর তেমন অভিনয় করতে দেখা যায় না। তবে চুটিয়ে মডেলিং করছে সে। আর সেই সুবাদেই বলিউড সুপারস্টার এর হাত ধরে মুম্বাইয়ে পা রাখছে সারা।
জানা গিয়েছে, সালমান খানের হাত ধরে মায়া নগরীতে অভিষেক হবে তার। যা হাতে প্রায় চাঁদ পাওয়ার সমান। নীলাঞ্জনাও বলিউডে কাজ করেছেন। এমনকি যীশুও চুটিয়ে বলিউডে কাজ করছেন। এরপর সারার বলিউডে পা রাখার পালা।
ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে মায়ের পাশে থাকার বার্তাই দিয়েছেন সারা সেনগুপ্ত। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ইঙ্গিত পূর্ণ বার্তা দেন নীলাঞ্জনা। সেখানে অনেকভাবে তার মেয়েও তাকে সাপোর্ট করে সারা বারবার পোস্ট দিয়ে বুঝিয়ে দেয় যে, যেকোনও পরিস্থিতিতেই সে মায়ের পাশে রয়েছে