এবার বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী! কবে কোথায় জমবে আসর?

Published on:

এবার বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী! কবে কোথায় জমবে আসর?

বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডি প্রেমিকের সঙ্গে আলাপ করিয়েছেন ঋতাভরী। এবার নিজের বিয়ের খবর দিলেন।

বলিউড লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। আগেও প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। কিছুদিন আগেই আদুরে পোস্ট করে তিনি লিখেছেন, “এই অশান্ত সময়ে তুমিই আমার শান্তির জায়গা”। প্রেমিককে নিজের ঘর, নিজের মানুষ’ বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী।

   
 ⁠

এবার জানা গেল চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন নায়িকা। একেবারে ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে হবে অনুষ্ঠান। তবে জাঁকজমক থাকবে।

  
 ⁠

বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন তিনি। ডেস্টিনেশন ওয়েডিং করবেন থাইল্যান্ডে। প্রীতিভোজের আয়োজন হবে রাজকীয়। সমস্ত কাছের মানুষরা উপস্থিত থাকবে সেখানে। গতবছরই শেষের দিকে প্রেমিকের পরিচয় প্রকাশ্যে এনেছিলেন তিনি।

অভিনেত্রীর কলকাতার বাড়ির ক্রিসমাসে পার্টির আয়োজন করেছিলেন তিনি। সেখানে টলিপাড়ার তারকাদের সঙ্গে একফ্রেমে দেখা যায় সুমিত অরোরাকেও। সকলের মধ্যমণি হয়ে দেখা গিয়েছিল সুমিত অরোরাকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি আপলোড করেছিলেন অভিনেত্রী নিজেই।