প্রাক্তনকে মনে করে আবেগপ্রবণ কঙ্গনা! হঠাৎ কেন স্মৃতির অতলে ডুবলেন অভিনেত্রী?

Published on:

প্রাক্তনকে মনে করে আবেগপ্রবণ কঙ্গনা! হঠাৎ কেন স্মৃতির অতলে ডুবলেন অভিনেত্রী?

বরাবরই বিতর্কিত অভিনেত্রী হিসেবে শিরোনামে জায়গা করে নিয়েছেন কঙ্গনা রানাউত। সিনেমা থেকে রাজনীতি সব জায়গাতেই তাঁর বক্তব্যে কখনো না কখনো বিতর্কের সৃষ্টি হয়েছে। হঠাৎই পুরনো ছবির কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়লেন তিনি।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত পরিচালিত ইমার্জেন্সির ট্রেলার । ইন্দিরা গান্ধীর চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। কঙ্গনা শুধু ছবিটি পরিচালনাই করেননি বরং তিনি প্রযোজক এবং ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। ১৭ জানুয়ারি এই ছবি মুক্তি পাচ্ছে।

   
 ⁠

রাজ়: দ্য মিস্টরি কন্টিনিউজ়’ ছবিতে ‘সোনিয়ো’ গানটি দারুন সাড়া ফেলেছিল। বলা যায় সনু নিগাম ও শ্রেয়া ঘোষালের গাওয়া এই গান এখনো সুপার ডুপার হিট। এই গানে তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে তাকে দেখা গিয়েছিল।

  
 ⁠

কঙ্গনা ইন্ডিয়ান আইডলের সেটে এসে বলেন, “আমার ছবিতে সোনু স্যর ‘সোনিয়ো’ নামে একটি গান গেয়েছিলেন। আমার জন্য গান গেয়েছিলেন শ্রেয়া ম্যাম”। অতীতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর স্ট্রাগল করতে হয়েছে! আইটেম গান থাকত, আর ওটা আমার জন্য নয়। আমি কাজ পাইনি, তবে অন্য রকম ভাবে আমি সাফল্য পেয়েছি। আমি তো একজন মহিলা। আর কাজ না করে আমি কাউকে অপমান করিনি”।