অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। আর তাই হয়ত তাঁকে যেমন শ্রদ্ধা করেন সকলে তেমন ভালোওবাসেন। এবার গানের পাশাপাশি নেচেও মঞ্চ মাতালেন অরিজিৎ। আর সেই
মুহূর্তেরই সাক্ষী থাকল দর্শকরা।
অরিজিতের কনসার্ট ছিল আহমেদাবাদে। সেখানে গানের পাশাপাশি নেচে মাতালেন তিনি। মাথায় ছিল সবুজ রঙের পাগড়ি। সাদা রঙের জ্যাকেট আর ব্লু রঙের জিন্স। ভাইরাল হল সেই ভিডিও।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মেরে হোঁঠো দুয়া ধারা নিকলতি হ্যায় য্যায়সি গানটি গাইছেন তিনি। একইসঙ্গে নেচে দর্শকদের মন জয়ও করেছেন তিনি। গানের পাশাপাশি প্রিয় গায়ককে নাচতে দেখে আপ্লুত শ্রোতারা।
কিছুদিন আগে বেঙ্গালুরুর কনসার্টেও একের পর এক গান গাওয়ার পাশাপাশি নাচও করতে দেখা গিয়েছিল অরিজিৎ সিংকে। কখনও বলিউডি গান, আবার কখনও বা পাঞ্জাবি ভাংড়া। সেখানেই দেখা গেল ‘ছলেয়া’র হুকস্টেপে বাদশাকেও টেক্কা দিচ্ছেন।
শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ‘ছলেয়া’ গানে তাঁকে হুকস্টেপ করতে দেখা যায়। এই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। আর সেই ভাইরাল ভিডিও দেখে উড়ে এসেছে একের পর এক প্রশংসা। নেটপাড়ার একাংশের মন্তব্য, ‘২০২৪ এও দেখিয়ে গেল যে অরিজিৎ সিং এত ভালো ডান্সার!’