শাহরুখ খান বরাবরই ভালো ব্যবহারের জন্য তালিকার শীর্ষে রয়েছেন। এমনকি অনুরাগীদের যাবতীয় আবদারও মিটিয়ে থাকেন তিনি বরাবর। এমনকি বাড়িতেই দেখা যায় তাঁর এই শিষ্টাচারের ছবি। ভাইরাল হয়েছে এক সাক্ষাৎকার। সেখানে জানা গেল মাঝরাতে ফোন করে এক পুরুষকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকার রিতেশ দেশমুখ জানান, শাহরুখের সঙ্গে তার সম্পর্ক পেশাদারিত্বের বাইরেও ব্যক্তিগত। শাহরুখ আর তার পরিবার একে অপরকে নিজেদের আত্মীয়র থেকে কম কিছু ভাবেন না। তখন ভারতে তেমন আইফোন খুব একটা সহজে মিলছে না। এদিকে রিতেশ বিদেশে গিয়ে দুটো আইফোন কিনেছিলেন। তিনি ভালো মতোই জানতেন শাহরুখ কতটা এই ধরনের গ্যাজেট পছন্দ করে। তাই তিনি তখন একটি ফোন শাহরুখের জন্য পাঠিয়েছিলেন।
এই উপহার পেয়ে শাহরুখ দারুণ খুশি হয়েছিল। রাত এগারোটার সময় উপহার পেয়েই সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন রিতেশকে। ফোনে কিং খান বলেছিলেন, রিতেশ, এটা কী দিয়েছো, ভাই! এটা তো একেবারে মাইন্ডব্লোয়িং!’ রিতেশ বলেন, ‘এটা আমার তরফ থেকে তোমায় উপহার,’ আর এই কথা শুনে শাহরুখ বলেন, ‘তোমাকে আমি একটা কথা বলি। আমি তোমায় বিয়ে করতে রাজি আছি।’
কিং খানের সৌজন্যতার প্রমাণ এর আগেও মিলেছে বহুবার। এমনকি তার বাড়িতেও যখন কোন অনুষ্ঠান হয় তখন অতিথিকে তিনি একেবারে বাড়ির দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। যতই তিনি বলিউডের বাদশা হোন তার পা রয়েছে আজও মাটিতে। আত্ম অহংকার ছেড়ে আত্ম অহংকার ছেড়ে মানুষের মধ্যে মিশে যেতেই পছন্দ করেন কিং খান।