কিছুদিন আগেই বাড়ি ফিরেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। এমনকি শুটিং ফ্লোরেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু আবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
অভিনেতা এদিন সকালে নিজের ফেসবুকে লেখেন , “আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুন কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এ ছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়”।
এরপরেই মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেন তিনি। লেখেন, “আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন”।
কিছুদিন আগেই কোমায় চলে গিয়েছিলেন তিনি। তাঁর অবস্থা ছিল সংকটজনক। কিন্তু খানিকটা সুস্থ হতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগে বাড়ি ফেরার সময় বিল মিটিয়েছিলেন অভিনেত্রীর গাড়ির চালক। তখনও তাঁর জন্য আর্থিক সাহায্য চেয়ে ফেসবুক পোস্ট করেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
বাসন্তী চট্টোপাধ্যায় বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে তারপরও অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। বাসন্তী চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৫ বছর। শুধু বাংলা সিরিয়াল নয়, সিনেমার পর্দাতেও কাজ করেছেন তিনি। তাঁর দুই ছেলে মেয়ে, পুত্রবধূ ও জামাই রয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পেটের ক্যান্সারে ভুগছিলেন তিনি। এমনকি পেসমেকারও বসানো হয়েছিল তাঁর। কিডনিও আর কাজ করছে না। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতিও ভালো নয়, খুবই খারাপ।