তিন বছরে পা দিল প্রিয়াঙ্কার কন্যা মালতী! মেয়ের জন্মদিনে বিশেষ কী পরিকল্পনা করলেন অভিনেত্রী?

Published on:

তিন বছরে পা দিল প্রিয়াঙ্কার কন্যা মালতী! মেয়ের জন্মদিনে বিশেষ কী পরিকল্পনা করলেন অভিনেত্রী?

তিন বছরে পা দিল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের কন্যা মালতী মেরি জোনাস। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেত্রীর মা মধু চোপড়া। নাতনির ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

বেশ কিছু মিষ্টি মুহুর্তের ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কার মা লেখেন, আমাদের জীবনের আলোকে জন্মদিনের শুভেচ্ছা, মালতি মেরি। তোমার জন্মদিনটি তোমার মতোই জাদুকরী হোক। এই পোস্টে অনেকেই ছোট্ট মেরিকে শুভেচ্ছা জানান।

   
 ⁠

সারোগেসির মাধ্যমে ২০২২ সালে ১৫ জানুয়ারি জন্ম নেয় মালতী। প্রিয়াঙ্কা প্রায়ই তার মাতৃত্বের যাত্রার ঝলক শেয়ার করেছেন, একজন মা হিসাবে তার নতুন ভূমিকার সাথে তার ক্যারিয়ারের ভারসাম্য বজায় রেখেছেন।

  
 ⁠

প্রিয়াঙ্কা চোপড়া দেশ ছেড়ে বিদেশে গিয়ে জমিয়ে সংসার করছেন। তবে দেশীয় রীতিনীতি কিছুই ভোলেননি তিনি। বরং নিজের মেয়েকে বিদেশে থেকেও দেশের আদব কায়দা শেখাচ্ছেন তিনি। সেই প্রমাণ মিলেছে বারবার।

এক ভিডিওতে একবার দেখা গিয়েছিল মেয়ে মালতীকে রুটি বেলতে শেখাচ্ছেন মা প্রিয়াঙ্কা। ছোট্ট মিষ্টি নরম হাতে বেলুনি ধরে রুটি বেলার চেষ্টা করছে মালতী। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই। মালতী নাকি মটর পনির ও বিরিয়ানি খেতে খুব ভালবাসে। ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের সেই মেনুতে রয়েছে ঢ্যাঁড়শের তরকারি আর রুটি।