শিকারের আশায় ওঁত পেতে বসে চিতাবাঘ! গন্ধগোকুল আসতেই ঘটল বীভৎস ঘটনা

Published on:

শিকারের আশায় ওঁত পেতে বসে চিতাবাঘ! গন্ধগোকুল আসতেই ঘটল বীভৎস ঘটনা

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটি ধরা পড়েছে এক পর্যটকের ক্যামেরায়। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি চিতাবাঘ ঝোপের বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে একটি গন্ধগোকুলকে লক্ষ করছে। গন্ধগোকুল যেন তাকে দেখতে না পায় সেই জন্য খুব সন্তর্পনে এগিয়ে যাচ্ছে চিতাটি।

   
 ⁠

আরও দেখা যাচ্ছে, গন্ধগোকুল যখন নিজের মনে রাস্তা পার হয়ে অন্য দিকের ঝোপে চলে যাচ্ছে তখন সুযোগ বুঝে তাকে অনুসরণ করে সেদিকেই হাঁটা দিল চিতাবাঘটি। গন্ধগোকুলটি নিজের বিপদ বুঝে দৌড়ে নিজের প্রাণ বাঁচাচ্ছে। তার পিছনে ছুটছে চিতাবাঘটি।

  
 ⁠

এমন শিহরণ জাগানো ভিডিও প্রায়ই ভাইরাল হয়। কিছুদিন আগে দেখা গিয়েছিল, লম্বা সাপকে গিলে খাচ্ছে একটি ব্যাঙ। বিষাক্ত সাপটির অর্ধেকটা গিলে ফেলেছে একটি বড় ‘বুলফ্রগ’। অনেক কষ্ট করেও সাপটি ব্যাঙের কবল থেকে মুক্ত হতে পারছে না। যদিও প্রাণপণে বাঁচার চেষ্টা চালাচ্ছিল সাপটি।